১৫ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

১৫ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,

ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৫ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।

কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।

তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।

১৫ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

প্রশ্ন: কোন রাজ্য সরকার ডঃ ভীমরাও আম্বেদকর অভিযান নামে একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে

উত্তর: মধ্যপ্রদেশ

প্রশ্ন: পদ্মশ্রী রামাইয়া, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের সাথে যুক্ত ছিলেন 

উত্তর: তেলেঙ্গানা

প্রশ্ন: কোন সংস্থা গৌরব নামে লং-রেঞ্জ গ্লাইড বোমা (LRGB) চালু করেছে 

উত্তর: DRDO

প্রশ্ন: নভা রায়পুরে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিট কোন রাজ্য চালু করেছে 

উত্তর: ছত্তিশগড়

প্রশ্ন: সম্প্রতি প্রয়াত কুমুদিনী লাখিয়া কোন পেশার সাথে যুক্ত ছিলেন 

উত্তর: নৃত্যশিল্পী

আরও পড়ুনঃ ১৪ এপ্রিল ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স

প্রশ্ন: সম্প্রতি আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস কবে পালিত হয়েছে 

উত্তর: ১২ এপ্রিল

প্রশ্ন: কোন রাজ্য রিন্ডিয়া সিল্কের জন্য ভৌগোলিক নির্দেশক (GI) ট্যাগ অর্জন করেছে 

উত্তর: মেঘালয়

প্রশ্ন: ডিজিটাল পেমেন্টে বিপ্লব ঘটাতে কোন ফিনটেক প্ল্যাটফর্ম টার্বো UPI প্লাগইন চালু করেছে 

উত্তর: রেজারপে

প্রশ্ন: সম্প্রতি খবরে দেখা যাওয়া মাউন্ট স্পার কোন দেশে অবস্থিত 

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র

প্রশ্ন: কেরালা কোন রাজ্যের সাথে যৌথভাবে নীলগিরি তাহর জনসংখ্যার একটি জরিপ পরিচালনা করবে 

উত্তর: তামিলনাড়ু

প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যের নাম খুলদাবাদ পরিবর্তন করে রত্নপুর করা হয়েছে 

উত্তর: মহারাষ্ট্র

প্রশ্ন: সম্প্রতি কোথায় গ্লোবাল জাস্টিস, লাভ এবং পিস সামিট শুরু হয়েছে 

উত্তর: দুবাই

নবীনতর পূর্বতন