𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৬ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
DRDO তৈরি করেছে Mk-II(A) লেজার-ডাইরেক্টেড এনার্জি ওয়েপন (DEW) সিস্টেম।
ওড়িশা সরকার সমন্বিত স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে।
ভারত এবং নেপাল কৃষিক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
প্রয়াত লিও উইনহেকার একজন বিখ্যাত ফুটবল কোচ ছিলেন।
বিনীত যোশী নিযুক্ত হয়েছেন UGC-এর নতুন চেয়ারপারসন হিসেবে।
উন্নত রোবোটিক সার্জারি মেশিন ম্যাডি জার্ভিস উদ্বোধন হয়েছে আসামে।
সম্প্রতি সিয়াচেন দিবস ১৩ এপ্রিল পালিত হয়েছে।
আরও পড়ুনঃ ১৫ এপ্রিল ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
ভারতের প্রথম স্বয়ংক্রিয় বাদুড় পর্যবেক্ষণ ব্যবস্থা BatEchoMon তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টস (IIHS), বেঙ্গালুরু।
ওজোন দূষণের কারণে ভারতের প্রধান খাদ্যশস্যের উৎপাদন হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IIT খড়গপুর।
আফ্রিকা ইন্ডিয়া কী মেরিটাইম এনগেজমেন্ট (AIKEYME) মহড়া ২০২৫ অনুষ্ঠিত হয়েছে তানজানিয়ায়।
পাঞ্জাবের ভের্কা ব্র্যান্ড তাদের মাসকট 'ভেরা' চালু করেছে।
‘ক্যাসানুর ফরেস্ট ডিজিজ (KFD)’ একটি ভাইরাল হেমোরেজিক রোগ।
তেলেঙ্গানা সরকার সরকারি খাতের সমস্যা সমাধানে চালু করেছে AI Rising Grand Challenge।