কে কিসের জনক | বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক পরিচিতি |



𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই।


আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক পরিচিতি। তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


বিভিন্ন বিষয়ের জনক


  •  ঘড়ির জনক → সি হাইজেন্স।
  • রেডিও জনক →জি মার্কনি। 
  •  চশমা জনক → ডেলা স্পিনা। 
  •  HIV জনক → এল. মন্টোগনিয়ার। 
  •  কলম জনক → জন লাউড। 
  •  রোবট জনক → জর্জ চার্লস ডেভল। 
  •  মটরসাইকেল জনক →গটলির ডেলমার। 
  •  পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।
  • হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি। 
  • বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে। 
  •  রকেট জনক →রবার্ট গডার্ড। 
  •  মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল। 
  •  ইলেকট্রন জনক → জন থম্পসন। 
  •  জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার। 
  • আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক নিউটন। 
  •  আলোর গতির জনক →এ মাইকেলসন। 
  • এটম বোমা জনক →অটোহ্যান। 
  •  টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জব
  •  ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক। 
  •  গুগলের জনক →সার্জেই বিন। 
  •  টুইটারের জনক → জ্যাক ডোরসেই। 
  • মার্কেটিং জনক →ফিলিপ কোটলার। 
  • ফিনান্সের জনক →এ্যারোরা। 
  •  হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি। 
  •  এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস। 
  •  ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন। 
  •  আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস। 
  •  পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।
  •  বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। 
  •  পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।
  •  সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ। 
  •  হিসাব বিজ্ঞানের জনক→লুকাপ্যাসিওলি। 
  •  চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা। 
  •  দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস। 
  •  রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান। 
  •  ইতিহাসের জনক → হেরোডোটাস। 
  •  বিজ্ঞানের জনক→থ্যালিস। 
  •  মেডিসিনের জনক → হিপোক্রটিস। 
  •  জ্যামিতির জনক→ইউক্লিড।
  •  বীজ গণিতের জনক →আল খাওয়াজমী। 
  •  জীবাণু বিদ্যার জনক → লুইস পাস্তুর। 
  •  রাষ্ট্রবিজ্ঞানের জনক → এরিস্টটল। 
  •  অর্থনীতির জনক →এডাম স্মিথ। 
  •  অংকের জনক →আর্কিমিডিস। 
  •  বিবর্তনবাদ তত্ত্বের জনক → চার্লস ডারউইন। 
  •  সনেটের জনক→পের্ত্রাক। 
  •  ক্যালকুলাসের জনক → আইজ্যাক নিউটন। 
  •  বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
  •  বাংলা কবিতার জনক → মাইকেল মধুসুদন দত্ত। 
  •  বাংলা উপন্যাসের জনক →বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
  •  ইংরেজী কবিতার জনক →জিউফ্রে চসার। 
  •  মনোবিজ্ঞানের জনক → উইলহেম উন্ড। 
  •  প্রাণী বিজ্ঞানের জনক →এরিস্টটল। 
  •  বাংলা মুক্তক ছন্দের জনক → কাজী নজরুল ইসলাম।


এই পোস্টটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও


নবীনতর পূর্বতন