২৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৯শে সেপ্টেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • জীবিতপুত্রিকা উৎসব, সম্প্রতি খবরে দেখা গেছে, প্রাথমিকভাবে ভারতের কোন অংশে পালিত হয় - উত্তর-পূর্ব ভারত।


  • সম্প্রতি NASA দ্বারা হাইলাইট করা "ক্যাল্ডওয়েল 45" কী - সর্পিল ছায়াপথ।


  • 'গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) 2024'-এ ভারতের স্থান কত - ৩৯ তম।


  • Global Aerospace Summit 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে - আবুধাবি।


  • World Telecommunication Standardization Assembly (WTSA) 2024 আয়োজন করবে কোন দেশ - ভারত।


  • World Rabies Day পালিত হয় কবে - ২৮ সেপ্টেম্বর।


  • World heart Day পালিত হয় কবে - ২৯ সেপ্টেম্বর।


আরও পড়ুনঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • সেরা ট্যুরিজম ভিলেজ ২০২৪ পুরস্কার পেল কোন গ্রাম - মণিপুরের Andro village।



নবীনতর পূর্বতন