২ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • কোনটি ভারতের প্রথম সরকারি-অর্থায়নকৃত মাল্টিমডেল এআই(AI) উদ্যোগ- ভারতজেন


  • ভারতীয় বংশোদ্ভূত রবি আহুজা সম্প্রতি কোন কোম্পানির নতুন সিইও নিযুক্ত হয়েছেন- সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট


  • সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে 'কাজিন্দ' মহড়া শুরু হয়েছে- কাজাখস্তান


  • সম্প্রতি IL&FS গ্রুপের নতুন CMD হিসেবে কে নিযুক্ত হয়েছেন- নন্দ কিশোর


আরও পড়ুনঃ ১ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • ISSF Junior World Championship 2024 প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরীতে পুরুষ ও মহিলা বিভাগের সোনা জিতল কোন দেশ - ভারত।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Peechi wildlife sanctuary, কোন রাজ্যে অবস্থিত - কেরালা।


  • U-17 SAFF কাপ ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কে - ভারত।


  • World Vegetarian Day পালিত হলো কবে - ১ অক্টোবর।


  • “Aayush Medical Value Travel Summit 2024” উদ্বোধন হয়েছে- মুম্বাইতে।


  • সাম্প্রতিক খবরে দেখা মাউন্ট এরেবুস অবস্থিত- আন্টার্কটিকা মহাদেশে।


  • ভারতের ক্রুজ পর্যটনকে বাড়ানোর জন্য মন্ত্রণালয় শুরু করেছে- ক্রুজ ভারত মিশন।


  • সম্প্রতি খবরে আসা ‘হারপুন মিসাইল’ তৈরি করেছে- আমেরিকা।


  • ‘Euronaval 2024’ পৃথিবীর বৃহত্তম নৌ প্রতিরক্ষা বাহিনী প্রদর্শনী হোস্ট করেছে- ফ্রান্স।


  • ভারতীয় বায়ু সেনায় ‘Chief of Air Staff’ হিসাবে নিযুক্ত হয়েছেন- A P Singh



নবীনতর পূর্বতন