৩ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৩ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৩ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • Ayush Medical Value Travel Summit 2024 কোথায় অনুষ্ঠিত হবে - মুম্বাই।


  • সাম্প্রতিক কোন দেশ বিশ্বের সবথেকে বড় naval defence exhibition ‘EURONAVAL 2024’ আয়োজন করেছে - ফ্রান্স।


  • সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল পদে পৌঁছানো প্রথম মহিলা কে - ভাইস অ্যাডমিরাল সারিন


  • International Day of Non-violence কবে পালিত হয় - ২ রা অক্টোবর।


আরও পড়ুনঃ ২ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • Cruise Bharat Mission কোন মন্ত্রণালয় থেকে লঞ্চ করা হয়েছে - Ministry of Ports, Shipping, and Waterways


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'মাউন্ট ইরেবাস' কোন মহাদেশে অবস্থিত - আন্টার্টিকা।


  • কে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন- এ কে সাক্সেনা



নবীনতর পূর্বতন