𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৬ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৬ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: হকি Fifth Men’s Junior Asia Cup 2024 শিরোপা জিতল কোন দেশ?
উত্তর: ভারত।
প্রশ্ন: Indiramma Housing Scheme লঞ্চ করল কোন রাজ্য সরকার?
উত্তর: তেলেঙ্গানা।
প্রশ্ন: International Volunteer Day কবে পালিত হলো?
উত্তর: ৫ই ডিসেম্বর।
প্রশ্ন: Cambridge dictionary word of the Year 2024 হল কোন শব্দ?
উত্তর: Manifest।
আরও পড়ুনঃ ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: বিশ্বের প্রথম সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ?
উত্তর: চীন।
প্রশ্ন: Assam rifles half marathon এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?
উত্তর: মেরি কম।
প্রশ্ন: সম্প্রতি উদ্বোধন করা Tato-I হাইড্রো ইলেকট্রিক প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: অরুণাচল প্রদেশ।
প্রশ্ন: কিসের জন্য গুজরাটের 'ঘরচোলা'কে ভৌগলিক নির্দেশ (GI) ট্যাগ দেওয়া হয়েছে?
উত্তর: ঐতিহ্যবাহী হস্তশিল্প।
প্রশ্ন: Proba-3 মিশনটি কোন মহাকাশ সংস্থার অন্তর্গত যা ISRO দ্বারা চালু করা হচ্ছে?
উত্তর: ESA (ইউরোপিয়ান স্পেস এজেন্সি)।